শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে আপারেশন শুরু 

দিনাজপুর প্রতিনিধি

জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে আপারেশন শুরু 

দিনাজপুর যোহাট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে আবারো ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে। জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এ নব নিযুক্ত চিফ্ কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জন ডা. সুভাষ চন্দ্র মন্ডল গত ১৫ই জানুয়ারি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চৌরাঙ্গী গ্রামের মো. এনামুল হকের পুত্র আল-রিয়াদের সফলভাবে ওপেন হার্ট সার্জারি অপারেশন সম্পন্ন করেন। রুগীটি জটিল জন্মগত হূদ রোগে ভুগছিলেন।

অপারেশনটিতে অত্র প্রতিষ্ঠানের সাবেক চিফ্ কার্ডিয়াক সার্জন ডা. মো. সারওয়ার কামাল উপস্থিত ছিলেন।

রুগীটি অপারেশন পরবর্তী পোস্ট অপারেটিভ পর্যায় উত্তীর্ণ করে সম্পূর্ণ সুস্থ্যভাবে সোমবার (২২ জানুয়ারি) হাসপাতাল ত্যাগ করে। হাসপাতাল ত্যাগ করার সময় ফুলেল শুভেচ্ছ জানান জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ সভাপতি অধ্যাপক ডা. এএইচএম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির প্রমুখ। 

টিএইচ